মোখলেসুর রহমান | তিনটি কবিতা
মোখলেসুর রহমান | তিনটি কবিতা
মুহাদ্দিস সাব মদীনার আলো

শায়খুল হাদীস আল্লামা মো: হাবিবুর রহমান ছাহেবের
ইসালে সাওয়াব উপলক্ষে উৎসর্গ

ওই ্যাখো একটি মানুষ হেঁটেছিল এই পথে মদীনার আলোয়
ধবধবে সফেদ জামা সদা স্মিত চেহারায় আলোর জ্যোতি
আনত দৃষ্টি কদমে ধীর লয় মৌনতার চাদরে কলবের আসন
ইলমি জগতে হাদিসের মহব্বতে জ্বলেন লাখো হৃদয়ে বাতিঘর।

একটি জ্যোতি ওই দ্যাখো চলে যায় রেখে যায় হাদ্দাসানা সুর
হাদীসের সুরে সুরে জ্বলছে লাখো প্রশান্ত হৃদয়ের বাতিঘর।
মদীনার মহব্বত হাদীসের আলোয় নির্বিঘ্নে ভ্রমন করে দিগন্তে
বসন্তের দোআষে কলবে যাত্রার দৃশ্যাবলী মুতমাঈন জলোচ্ছাস।

ওই দ্যাখো এক এক করে আমার আলোর আলো
চলে যায় চলে যায় সুদূর অনাহুত আরেক জীবন মিছিলে।
শত শত প্রশান্ত হৃদয়ের বাতিঘর আমার আলোর আলো
সকলের মুখে মুহাদ্দিস সাব আমার ওস্তাদ মদীনার আলো।

জনমের ঠিকানায় নেতৃত্ব

এমন কিছু হয়েছে মনে হয় আশ পাশ থেকে বলে ভাল্লাগেনা
দিনের মহিমা রুপ থেকে কে যেন কি গৌরব যেন হারিয়ে যায়।
জনমের ঠিকানায় নেতৃত্ব তাতো উন্মাদের বৈভব বৃত্তে
প্রতিদ্বন্দ্ব ও প্রতিহিংসায় ভরপুর কারসাজির ভাতের হোটেল।

অদৃশ্যপট শান দেয় জীবনের আচরণে বিভ্রান্ত নেশা
্যোৎস্নার পাড়া গাঁয় বেহুলাদের গর্জন
সমুদ্রের ঢেউয়ের মতো বিরামহীন সহচর।
কোথায় কি যেন মুখ থুবড়ে পড়ে যায়,মুথ থুবড়ে পড়ে আছে।

নাগরিক জীবনে পৌরবিজ্ঞান ও ধর্মের আদেশ-উপদেশ অচল
স্বার্থের মওকায় তেলবাজী মোহ জীবন পায় জামাই আদর।
মানুষের শোকগাঁথা সংসারে জিকিরের সংলাপ চিনে রাখে
মৃত্তিকার ডাকে নিসর্গের আলোর উদরে জন্মে প্রভাতী জীবন।

ফিরে তাকাও

জীবন থেকে উন্মুক্ত হলো জ্যোতির্ময় জিজ্ঞাসা
নদী পারাপারে একাই একাই ফেরির অপেক্ষা
একাকীত্ব অস্তিত্বের মাঝে তবুও ভোগবাদী আকাঙ্খা।
তুমি কি পেছনে ফিরে তাকাও।তুমি কি দেখো তোমার অতীত
তোমার অতীত কি তোমাকে স্মরণ করে।

তোমার পেছনে ফেলে আসা অতীত কি স্মরণে আছে।
তোমার চরাচরে জল নামে চাঁদ জাগে নিসর্গের অনুগ্রহ প্রহরী।
অনুগ্রহ ও কৃপার চাদরে জীবন বুঝে ভোগবাদী চেতনা।

জীবনের সংসারে। বড় হতে হতে আজ উচ্চতায় কয় ফুট
অনেক অনেক অনুগ্রহ ও কৃপা নিয়ে ও পেয়ে তুমি দশ হাত
নোনাজলে ভরা শানকি দয়া ও প্রণোদনায় আজ পূর্ণ হয়েছে ধনে।
বিশ্বাস মন কৃতজ্ঞ হও।কৃতজ্ঞতায় ভালোবাসো ভালোবাসো
কিছু ফিরিয়ে দাও।অনুগ্রহে প্রতিদান ও প্রশংসায় পঞ্চমুখ।
না হয় হয়ে যাবে তুমি তোমার স্রষ্টারও না ফরমান।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান